তুমি কি সেই আগের মতই আছো!!? By Eshee Chakma

তুমি কি সেই আগের মতই আছো!!?



আচ্ছা! তুমি কি সেই আগের মতই আছো!?

সেই পবিত্রমাখা মুখ আর….
আর সেই ছোট্টবেলায় আমার পাশে ছায়া হয়ে থাকা একটা বট বৃক্ষের মতই ?

তুমি কি আজো তেমনটাই আছো…?
যে আমার সবচেয়ে প্রিয় ভালো লাগার, প্রিয় খেলার সঙ্গীটি ছিলে।

যে সবসময় দূরে থেকেও আমার কাছেই ছিলে।


তুমি কি আগের মতই আছো??

সেই আগের মতই …!!
সেই ছোট্ট বেলায় আমি আর তুমি কেবল একই দলে থাকতাম, যেনো কেউ হারাতে না পারে আমাদেরকে।
যেন তুমি আর আমিই একে-অপরের সঞ্চিত শক্তি “আমরা”।

আর ….
যে আমায় বড্ড স্নেহে আগলে রাখতে.!


তোমার কি আজো মনে পড়ে সেই ছোট্টবেলার কথা?
আমি যখনি স্কুল ছুটিতে যেতাম আমার মামার বাড়িতে,
আর গিয়েই তড়িঘড়ি করে সবাইকে উষ্ণ ভালোবাসা জানিয়েই দৌড় লাগাতাম তোমার বাসার উঠোনে,
কেবল মাত্র তোমার খোঁজে।

এরপর! তুমি আর আমি এক দৌড়ে একেবারে নদীর পাড়ে, না হয় পাহাড়ের গায়ে ।

কত অদ্ভুত আর কি বিদঘুটে খেলার নাম মাথায় নিয়ে হৈ-হুল্লোড়ে মজে যেতাম আমরা সকলেই।

মনে পড়ে তোমার..?

মধ্য দুপুরে, নদীর ঘাটে বাধাঁ ছোট্ট নৌকার বৈঠা বেয়ে,শাপলা তুলব বলেই তুমি নিয়ে যেতে বড়দের বকাঝকাকে উপেক্ষা করেই।

নদীর তীরের পুরোনো সেই বড় তেলুল গাছের কথাটাও কি মনে আছে তোমার?

কত গল্পকথা সে গাছটিকে ঘিরে।।


আচ্ছা, তুমি কি সেই আগের মতই আছো??

যে আমায় দাদাভাইয়ের হাত থেকে বাঁচাতে, পিঠে উপর দুমদাম পড়ার আগেই…!
মনে পড়ে, যেদিন রাগের চোটে দাদা আমায় নৌকো করে দিলো ছেড়ে আর বাকি কেউ এল না আমায় নিতে, নৌকা তখন ঠিক মাঝ নদীতে…

আমি ভীষণ ভয়ে কাদিঁ বাঁচি অবস্থা আর তখনি তুমি সাহসী বীরের মত ঝাপিয়ে পড়লে নদীতে।
আর সাতাঁর কেটে আনলে আমায় নদীর কূলে।

মনে পড়ে! শেষ দিনগুলোর কথা?

হঠাৎ তুমি…!!
তুমি কি এক অজুহাত দেখিয়ে, বিদায় না জানিয়ে
দূরে চলে গেলে….!!

কখনো জানতেও চাইলে না আমার কি বলার ছিলো তোমার কাছে।।

থাক্! থাক্ না হয় আজ সে কথা।
মনটা মৃদু একটা কষ্টে ভারি হয়ে ওঠে।

তবুও আজ বহুদিন পর স্মৃতিচারণ তোমায় নিয়ে,
কিছু স্মৃতি স্পষ্ট আর কিছু ঘোলাতে।

এ স্মৃতিচারনে যদি বাদ পড়ে যায় কিছু,
তুমি না হয় মনে করে নিও তোমার স্মৃতিচারণে।

শোনো, আচ্ছা বললে না তো তুমি কি সেই আগের মতই আছো??

আমার সেই সাহসী রক্ষক হয়েই?…. 🖤



উৎসর্গ
প্রতিটি পাঠকের সেই ছোট্ট বেলার ভালোবাসার বন্ধু-বান্ধবীদের জন্য।


এংকুর(ধন্যবাদ) ও ভালোবাসা জানাই প্রতিটি পাঠকদের।

By Eshee Chakma

Leave a comment